ক্যাটাগরি: পুঁজিবাজার

ফ্লোর প্রত্যাহারের প্রথম দিনেই গ্রামীণফোনের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ২৪২ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। কোম্পানিটির ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পর লেনদেনের প্রথম দিন ছিলো আজ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৩ মার্চ) গ্রামীণফোনের ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২৫ টাকা বা ৮ দশমিক ৭২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৩১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এবি ব্যাংক পিএলপি।

রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এসবিএসি ব্যাংক পিএলসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রিজেন্ট টেক্সটাইল মিলস, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক পিএলসি।

 

কাফি

শেয়ার করুন:-
শেয়ার