ক্যাটাগরি: খেলাধুলা

বরিশাল প্রথমবার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল ফরচুন বরিশাল। দুই ওপেনারের গড়ে দেওয়া ভিতে ওপর দাঁড়িয়ে এগোচ্ছেন মিডল অর্ডার ব্যাটাররা। তাতে প্রথমবারের মতো শিরোপা ছোঁয়ার পথে ভালোভাবেই এগোচ্ছে ফরচুনরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে বরিশালের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১২ রান।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ। উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৭৬ রান যোগ করে দলকে শক্ত ভিত গড়ে দেন তারা। ২৬ বলে ৩৯ রান করে তামিম ফিরলে ভাঙে সেই জুটি।

তামিমের ফেরার পর অবশ্য বেশিক্ষণ আর টিকতে পারেননি মিরাজ। এই মেইকশিফট ওপেনার মঈন আলিকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে জনসন চার্লসের হাতে ধরা পড়েন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৬ বলে ২৯ রান।

দুই ওপেনার ফেরার পর দলের হাল ধরেছেন মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্স। মুশফিক অপরাজিত আছেন ৬ রান করে। আর মেয়ার্সের সংগ্রহ ২১ রান।

এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন অঙ্কন।

শেয়ার করুন:-
শেয়ার