ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচক কমলেও লেনদেন ছাড়ালো ৯০০ কোটি টাকা

সপ্তাহের শেষ কর্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৯১৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮৮ কোটি ৭৭ লাখ টাকা।

আজ দিনে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, দর কমেছে ২০৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার