সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর দুই ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে দুই কোম্পানির শেয়ারে। এতে কোম্পানি দুটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
কোম্পানি দুটি হচ্ছে- এনআরবি ব্যাংক এবং এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এনআরবি ব্যাংক: মঙ্গলবার এনআরবি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আজ বুধবার কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২ টাকা ১০ পয়সায়। সর্বশেষ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১২ টাকা ১০ পয়সায়। এ হিসেবে কোম্পানির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এসময় কোম্পানিটির ৬ লাখ ২৬ হাজার ৩০৫টি।
এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড: মঙ্গলবার এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডে ইউনিটের ক্লোজিং দর ছিল ৭ টাকা ১০ পয়সা। বুধবার কোম্পানির ইউনিট লেনদেন শুরু হয়েছে ৭ টাকা ৩০ পয়সায়। সর্বশেষ কোম্পানির ইউনিট লেনদেন হয়েছে ৭ টাকা ৮০ পয়সায়। এ হিসেবে গতকালের তুলনায় কোম্পানির ইউনিটদর ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এসময় কোম্পানিটির ১২ লাখ ০৯ হাজার ৭২০টি ইউনিট হাতবদল হয়েছে।
এসএম