স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, হৃদরোগীদের জীবনদায়ী চিকিৎসা সামগ্রী করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম কমাতে হবে। একইসঙ্গে ওষুধের দাম কমানোর কথা বলেছেন তিনি।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধ ও হার্টের রিং উভয়ের দাম নির্ধারণেই বৈঠক বসেছে। তবে দাম কমাতেই হবে। এ বিষয়টি নিয়েই বৈঠকে বসতে হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতে এত অসংগতি, এর কোনোটাই মন্ত্রী হিসেবে এড়ানো সম্ভব না। দায় মাথায় নিয়েই কাজ করা হবে।
অবৈধ কোনো কাজ হবে না উল্লেখ করে তিনি বলেন, অবৈধ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলবে, যেকোনো দিন মন্ত্রী হিসেবে পরিদর্শন করব।
অভিযানে অবৈধ প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসাসেবা নেওয়া মানুষের ভোগান্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভুল জায়গায় চিকিৎসা নেওয়ার চেয়ে চিকিৎসা না নেওয়া ভালো এবং সঠিক জায়গায় চিকিৎসা নেওয়া উচিত।