ক্যাটাগরি: জাতীয়

বিনা ভোটে নির্বাচিতদের গেজেট প্রকাশ আজ

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের গেজেট ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। আজকের মধ্যে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে এমন তথ্য জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের গেজেট ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। আজকের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। এরপর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের জোট ৪৮টি এবং জাতীয় পার্টি দুটি আসন পেয়েছে। তাদের পক্ষ থেকে মোট ৫০ জনের মনোনয়নপত্র দাখিল করা হলে বাছাইয়ে সবগুলোই বৈধতা পায়। পরবর্তীতে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এদিকে ৯ মার্চ অনুষ্ঠেয় ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনসহ স্থানীয় সরকারের ২৩৩ নির্বাচনের বিষয়ে অশোক কুমার দেবনাথ বলেন, বড় নির্বাচন মাত্র কয়েকটা। সেগুলোয় আচরণ বিধি যথাযথ পালনের জন্য অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের চাহিদার ভিত্তিতে এমন সিদ্ধান্ত হয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার