মিলান শিবিরে করোনার হানা

মিলান শিবিরে করোনার হানা
প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে বিশ্বের ক্রীড়া জগতেও। এবার এসি মিলানের দুই ফুটবলার জিয়ানলুইজি দোনারুমা ও জেনস পিটার হগের করোনাভাইরাস পজিটিভ হয়েছে। একই সঙ্গে দলের তিনজন স্টাফও এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার মিলান তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, গতকাল সন্ধ্যায় লালার নমুনা পরীক্ষার ফল এসেছে এসি মিলানের হাতে। তাতে গোলকিপার জিয়ানলুইজি দোনারুমা, উইঙ্গার জেন্স পিটার হগ ও আরও তিনজন স্টাফের কোভিড-১৯ পজিটিভ হয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের কারও মধ্যে করোনার উপসর্গ নেই বলে। ফল পাওয়ার পরপর তাদের বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে তা অবগত করা হয়েছে। প্রটোকল মেনে অন্য খেলোয়াড় ও স্টাফদের করোনা পরীক্ষা করা হয়, তাতে কারও পজিটিভ ফল আসেনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়