ক্যাটাগরি: জাতীয়

অটোয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে প্রত্যাহার

কানাডার অটোয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমানকে প্রত্যাহার করেছে সরকার। রবিবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা সরকারি আদেশে তাকে অবিলম্বে অটোয়ার দায়িত্বভার বুঝিয়ে দিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই কানাডার বিভিন্ন প্রদেশে অটোয়ায় নতুন বাংলাদেশ হাইকমিশনারকে হবেন তা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। আগের হাইকমিশনার নতুন মেয়াদে বহাল থাকবেন কি না তা নিয়েও আলোচনা চলছিল।

হাইকমিশনার ড. খলিলুর রহমানকে প্রত্যাহার করায় কানাডায় বসবাসরত বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার