ক্যাটাগরি: আন্তর্জাতিক

বৈশ্বিক এভিয়েশন খাতে আশার আলো

কভিড-১৯ মহামারির ক্ষতি কাটিয়ে সরবরাহ চেইনে ঘুরে দাঁড়াচ্ছে বৈশ্বিক এভিয়েশন খাত। সিঙ্গাপুরভিত্তিক এভিয়েশন প্রতিষ্ঠানগুলো জানিয়েছে সরবরাহ চেইনে এসব যন্ত্রাংশের ঘাটতি কাটিয়ে উঠতে অন্তত আরো দুই বছর সময় লাগতে পারে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কভিডের পর ব্যক্তিগত ভ্রমণের চাহিদা বাড়ায় সরবরাহ চেইনে ব্যাঘাত এভিয়েশন খাতে পর্বতসম চাপ তৈরি করেছে, যা কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, উড়োজাহাজের যন্ত্রাংশের সরবরাহ স্বাভাবিক রাখতে লুফথানসা টেকনিকের মতো রক্ষণাবেক্ষণ সংস্থাগুলোকে খুচরা যন্ত্রাংশ মজুদ করার পরামর্শ দেয়া হয়েছে।

সরবরাহ চেইনের চাপ মোকাবেলায় বিশ্বের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় যন্ত্রাংশ মজুদ করলেও এ চাপ সামলে উঠতে আরো সময় লাগতে পারে বলে ধারণা খাতসংশ্লিষ্টদের।

বিশ্বব্যাপী ভ্রমণের চাহিদা বাড়ায় উড়োজাহাজের চাপও দিন দিন বাড়ছে। বিশেষ করে এশিয়ার দেশগুলোয় ভ্রমণে নতুন নতুন সুযোগ সৃষ্টি হওয়ায় এসব অঞ্চলে পর্যটকের সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে বিভিন্ন এভিয়েশন কোম্পানি তাদের উড়োজাহাজের সংখ্যা বাড়াতে মনোযোগী হয়েছে। বিশ্বের বড় কোম্পানিগুলো তাদের চাহিদার আলোকে উড়োজাহাজ না পাওয়ায় নিজেদের ব্যবসা ধরে রাখতে হিমশিম খাচ্ছে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার