অর্থনীতি
বিশ্ব বাণিজ্যের জন্য এফটিএ স্থাপন করতে হবে: বিপিজিএমইএ সভাপতি

বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের টাইমলাইন এখন চূড়ান্ত হয়েছে, ফলে শিগগিরিই একটি শক্তিশালী এলডিসি ট্রানজিশন স্ট্র্যাটেজি প্রণয়ন করতে হবে। একইসাথে বাংলাদেশকে অন্যান্য দেশের সাথে বাণিজ্যের জন্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্থাপন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমেদ।
তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর, অ্যান্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং এবং সুরক্ষা ব্যবস্থাগুলি হল দেশীয়পণ্য এবং তাদের বাজারগুলিকে রক্ষা করার মূল হাতিয়ার। সেই সময়ে বিদেশী পণ্যের আগ্রাসন থেকে বাঁচার একমাত্র উপায় হবে অ্যান্টিডাম্পিং, কাউন্টারভেইলিং এবং সেফগার্ড ডিউটি।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর পল্টন টাওয়ারস্থ বিপিজিএমইএ কনফারেন্স রুমে “এলডিসি গ্র্যাজুয়েশন অব বাংলাদেশ: চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুয়েনিটিজ” শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) ড. আহমেদ মুনিরুস সালেহীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আমিন হিলালী।
অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসাবে আলোচনায় অংশগ্রহন করেন, বাংলাদেশ ট্যারিফ কমিশনের ডেপুটি চীফ মাহমুদুল হাসান, বিডার স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট ইউনিট এর পরিচালক ড. মোঃ হুমায়ুন কবির খান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র এ্যাসিস্টেন্ট সেক্রেটারী (পলিসি) সলিম উল্লাহ, বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট উইং এর যুগ্ম সচিব মিস নারগিস মুর্শিদা। মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন বিপিজিএমইএ সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন, শাহেদুল ইসলাম হেলালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ, বিপিজিএমইএ’র সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃবৃন্দ, গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ এই সেমিনারে অংশগ্রহন করেন।
সেমিনারে মূল নোট পেপার উপস্থাপন করেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তফা আবিদ খান। তিনি বলেন, বাংলাদেশ ২০১৫ সালে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, ২০১৮ এবং ২০২১ সালে স্নাতকের মানদন্ড পূরণ করেছে এবং ২০২৬ সালের নভেম্বরে স্নাতক হবে। ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণ এবং ২০৪১ সাল নাগাদ উচ্চ আয়ের দেশে পরিণত হবে। স্নাতকের পর আমরা উন্নত এবং কিছু উন্নয়নশীল দেশে শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার হারাবো, বেশিরভাগ উন্নত দেশে জিএসপি সুবিধা হারাবো, প্রযুক্তিগত সহযোগিতা এবং অন্যান্য ধরনের সহায়তা হারাবো। এই অবস্থা থেকে উত্তরণের জন্য, দেশীয় শিল্পের সুষ্ঠু পরিচালনার জন্য শুল্ক ছাড়পত্রের পদ্ধতি সহজ করার মাধ্যমে বাণিজ্য ব্যয় কমাতে, বিশেষ করে ভৌত অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগের জন্য রাজস্ব সংহতি বাড়ানো, সরকারি ও বেসরকারি উভয়ক্ষেত্রেই মানব সম্পদে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এফডিআই, ট্যারিফ, শ্রম, পরিবেশ, বিনিয়োগ পরিস্থিতি উন্নত ও বৈচিত্র্যময় করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুস সালেহীন বলেন, বাংলাদেশ অনেক এগিয়েছে। কম রিসোর্স ও বেশী মানুষ নিয়ে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে। ২০২১ সালে বাংলাদেশ সকল ক্রাইটারিয়া পূরণে করেছে এবং আগামী ২০২৬ সালের নভেম্বরে গ্রাজুয়েশন লাভ করবে। আর গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মেকাবেলার জন্য সকলকে কাজ করতে হবে। তিনি বতর্মান সরকারকে ব্যবসায়ী বান্ধব বলে উল্লেখ করে বলেন, সরকার ব্যবসায়ীদের স্বার্থে ট্যারিফ পলিসি করেছে এবং এটি অত্যন্ত চমৎকার। এর আওতায় দেশীয় শিল্প প্রতিরক্ষণে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহন করেছি।
তিনি বলেন, বাংলাদেশে সঠিক ট্যারিফ পলিসির কারণেই ব্যবসা বাণিজ্য সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশীয় শিল্প প্রতিরক্ষণে সরকার ওয়াদাবদ্ধ। আর দেশীয় শিল্পের বিকাশ না হলে সবকিছু অর্থহীন হয়ে পড়বে। তিনি বলেন, আমরা এনবিআরকে ট্যারিফ ঠিক রাখার জন্য যা যা কাগজ দরকার তা প্রদান করি। তিনি গ্র্যাজুয়েশন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উৎপাদনশীলতা এবং কমপিটিটিভনেস বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিন হিলালী বলেন, প্রাইভেট সেক্টরকে এগিয়ে নিতে এনবিআরকে সৃজনশীল পলিসি প্রণয়ন করতে হবে। এনবিআরের ট্যাক্স কালেকশন সিস্টেমের উন্নত করতে হবে। বর্তমানের অদূরদর্শী ট্যাক্স সিস্টেম এর কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিলীন হয়ে যেতে পারে।
অনুষ্ঠানে এসসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর ইইউ কমপ্ল্যায়েন্ট ছাড়া কোন পণ্য কিনবে না। তাই সবাইকে সচেতন হতে হবে। পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করতে হবে।
তিনি আরও বলেন, জিনিসপত্রের দাম বেড়েছে। ব্যবসা বাণিজ্য প্রতিযোগিতামূলক ও ব্যয়বহুল হয়েছে। তাই ব্যবসাকে এই বাস্তবতায় পরিচালিত করতে প্রস্তত করা আবশ্যক। কারখানার কমপ্লায়েন্সের ওপর জোর দিয়ে রপ্তানি বহির্ভূত কোম্পানিগুলোকেও এই তালিকায় আনতে হবে। তিনি কমপ্ল্যায়েন্স বিষয়ে সরকারের আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দেন। প্লাস্টিকের মতো সম্ভাবনাময় ১০/১২টি সেক্টরকে বেইজড করে কাজ করার উপর জোর দেন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি
বিকেএমইএ’র কারখানার ৭৬ শতাংশ শ্রমিকের বোনাস পরিশোধ

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যভুক্ত কারখানার ৭৬ শতাংশ শ্রমিক ঈদুল ফিতরের বোনাস পেয়েছেন। একই সঙ্গে বিকেএমইএ সদস্যভুক্ত ৫৩ দশমিক ১৯ শতাংশ কারখানায় শ্রমিকদের চলতি মার্চ মাসের বেতন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেএমইএ সভাপতি ফজলে শামীম এহসান এ তথ্য জানায়।
বিকেএমইএ সূত্র জানায়, বিকেএমইএ’র মোট কারখানা ৬১৩টি। কারখানাগুলোতে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের হার প্রায় শতভাগ। ২৫ মার্চ পর্যন্ত ঢাকার ২৫০ কারখানায় (মার্চ মাসের) বেতন পরিশোধের হার ৪৮ দশমিক ২৮ শতাংশ এবং বোনাস পরিশোধের হার ৮৭ দশমিক ৭২ শতাংশ। একই সময়ে নারায়ণগঞ্জের ২৭১ কারখানার ৪১ দশমিক ১৫ শতাংশ কারখানায় বেতন দেওয়া হয়েছে। বোনাস পেয়েছেন ৫৮ দশমিক ৪১ শতাংশ শ্রমিক।
চট্টগ্রামের ৯টি কারখানায় ৯৬ দশমিক ৭৪ শতাংশ শ্রমিক বেতন পেয়েছেন। এছাড়া ঈদের বোনাস দেওয়া হয়েছে ৯১ দশমিক ৯৫ শতাংশ শ্রমিককে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় দুই কোটি ২৬ লাখ টাকা

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ২৪ হাজার ৯৭ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার (২৫ মার্চ) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল হক খান পাভেল এ তথ্য নিশ্চত করেন।
এদিকে ঈদে নাড়ির টানে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদ যাত্রার শুরুতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঘুরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছেন। প্রথমদিন অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। এরমধ্যে গণপরিবহনের সংখ্যাও খুব কম। সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এ সড়ক দিয়ে ঘুরমুখো মানুষ।
সরেজমিনে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, আগের তুলনায় মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পরিবহন পাচ্ছে না তারা। পুলিশের পাশাপাশি মহাসড়কে স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করতে দেখা গেছে।
মহাসড়কের এলেঙ্গায় কথা হয় সজিব নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে রংপুরে যাবো। অনেকক্ষণ মহাসড়কে দাঁড়িয়ে আছি। কিন্তু কাঙ্ক্ষিত গাড়ি পাচ্ছি না।
হামিদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, আমি কালিহাতীতে বল্লা এলাকায় সুতার মিলে কাজ করি। ঈদে বাড়িতে কুড়িগ্রাম যাওযার জন্য বেলা ১১টা থেকে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু দুপুর ২টা পর্যন্ত কোনো গাড়ি পাচ্ছি না। যাও দুই একটি গাড়ি পাচ্ছি দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে।
দিদারুল ইসলাম নামের এক যাত্রী বলেন, আমি রংপুর যাবো। সাধারণরত রংপুরের ভাড়া ৪০০ টাকা। কিন্তু আজকে ভাড়া চাওয়া হচ্ছে ১ হাজার টাকা। আরেকদিকে কাঙ্খিত গণপরিবহন পাওয়া যাচ্ছে না।
টাঙ্গাইলের পুলিশ সুপার মির্জানুর রহমান বলেন, বিকেল থেকে মহাসড়কে প্রায় সাড়ে ৭০০ পুলিশ দায়িত্ব পালন করছে। এরমধ্যে মোবাইল টিম, মোটরসাইকেল টিম দায়িত্ব পালন করা হয়েছে। এছাড়া মহাসড়কে চারটি সেক্টর ভাগ করা হয়েছে। মহাসড়কে যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে দিকে নজরদারি রয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা

টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সোমবার (২৪ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে মাহফিল সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব।
এসময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, ব্যাংকগুলোকে রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে। বর্তমানে ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। সরকার ব্যাংকগুলো রক্ষার চেষ্টা করে যাচ্ছে। এছাড়া হুন্ডির মাধ্যমে টাকা আদান-প্রদান কমেছে, তাই প্রবাসী আয় বেড়েছে। টাকা পাচার কমেছে, সেটা তেমন দৃশ্যমান হচ্ছে না, কারণ ভবিষ্যতের জন্য রোডম্যাপ করতে হবে। এক বছরের পরিকল্পনায় হবে না।
বিদেশি বিনিয়োগের বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ আসতে চাইবে না। তবে এতকিছুর মধ্যেও রপ্তানি আয় বেড়েছে। জিনিসপত্রের দামও কমেছে বলে জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, পরিকল্পনা কমিশনের অনিয়ম যতটুকু প্রকাশ করা হবে তত স্বচ্ছতা বাড়বে। আগের সরকার যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড করছিল তাতে অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। এতে সরকারও টিকে থাকতে পারতো না। টাকা ছাপানো, টাকা পাচারের ফলে রিজার্ভ থাকতো না। বৈদেশিক লেনদেন ঠিক থাকতো না। ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছিলো। শেষের দিকে ব্যাংকগুলো খালি হয়ে বন্ধ হয়ে যেতো।
বিটিভিতে সরকারের সমালোচনা করে টক শো হোক- সেই দাবিও করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ২০২২ সালের ২৯ মে প্রজ্ঞাপনের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, স্টাডি ট্যুর, এক্সপোজার ভিজিট, সভা ও সেমিনারে অংশ নিতে বিদেশ ভ্রমণ বন্ধ রাখতে বলা হয়েছিল। তবে এখন থেকে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক প্রয়োজনে অত্যাবশ্যকীয় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠানের বিদেশ ভ্রমণ সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন।
আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পৃথক যে নির্দেশনা রয়েছে তা পরিপালন করতে হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি
ঈদের ছুটিতে ৯ দিন বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ঈদের ছুটিতে টানা ৯ দিন (২৮ মার্চ থেকে ৫ এপ্রিল) ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে শিল্পঘন এলাকায় ২৮ ও ২৯ মার্চ কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে। মূলত পোশাক খাতে কর্মরতদের বেতন-ভাতা দেওয়ার সুবিধার্থে পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা ওই দুদিন খোলা থাকবে।
সোমবার (২৪ মার্চ) পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপ-শাখা বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে ফাইন্যান্স (আর্থিক প্রতিষ্ঠান) কোম্পানিও। ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রির জন্য এবং ওই শিল্পে কর্মরতদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শিল্পঘন এলাকায় ২৮ ও ২৯ মার্চ ব্যাংক শাখা খোলা রাখতে হবে।
যেসব এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে তার মধ্যে রয়েছে- ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকা।
এসব এলাকায় ২৮ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখতে হবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, বাকি সময় লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনা হবে। শনিবার ব্যাংক শাখা খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত, এর মধ্যে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে, সেই শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা/কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা দেওয়ার জন্য নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে নির্দেশনায়।
কেন্দ্রীয় ব্যাংকের অন্য প্রজ্ঞাপনে বলা হয়েছে, সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা ও বুথ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখা হবে।
২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখার স্বার্থে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ায় নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।