বৈদেশিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম শেষ কার্যদিবসে প্রায় ৩ শতাংশ কমেছে। নিম্নমুখী হয়ে পড়েছে সাপ্তাহিক বাজারদরও। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর সিদ্ধান্ত আরো পেছানোর আশঙ্কায় এমন দরপতন দেখা দিয়েছে।
আইসিই ফিউচারস ইউরোপে শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২ ডলার ৫ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮১ ডলার ৬২ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ ডলার ১২ সেন্ট বা ২ দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৬ ডলার ৪৯ সেন্টে।
সুদহার কমানোর সিদ্ধান্ত আসতে আরো দুই মাস দেরি হতে পারে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকদের এমন ইঙ্গিতে নিম্নমুখী হয়ে ওঠে জ্বালানি তেলের বৈশ্বিক বাজার। চলতি সপ্তাহে ব্রেন্টের দাম প্রায় ২ শতাংশ ও ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৩ শতাংশ কমেছে। তবে চাহিদা বাড়ার ইংগিত ও সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে আগামী দিনগুলোয় বাজার ফের ঊর্ধ্বমুখী হয়ে উঠতে পারে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানায়, ২০২৩ সালে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির গতি ছিল অনেক ধীর। চলতি বছর এ গতি আরো দুর্বল হয়ে পড়তে পারে। ফিরে যেতে পারে নভেল করোনাভাইরাস মহামারী-পূর্ব ধারায়।
প্যারিসভিত্তিক সংস্থাটি সম্প্রতি জ্বালানি তেলের বাজারসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, গত বছর প্রতিদিন ২৩ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বেড়েছিল। এ বছর বাড়বে ১২ লাখ ব্যারেল করে। মোট দৈনিক চাহিদার পরিমাণ দাঁড়াবে ১০ লাখ ৩০ হাজার ব্যারেলে।
কাফি