ক্যাটাগরি: আন্তর্জাতিক

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন ৯ মার্চ

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। শনিবার দেশটির নির্বাচন কমিশন এ কথা জানিয়েছে। দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) প্রেসিডেন্ট নির্বাচনের তপশিলও ঘোষণা করে। খবর জিও নিউজের

ইসিপির একাধিক সূত্র বলেছে, কেন্দ্র এবং প্রদেশগুলোতে সরকার গঠনের সিনেট নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। জাতীয় পরিষদের সদস্যদের শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ১৪৪ ধারার মধ্যেই পাকিস্তানে সিন্ধু বিধানসভার উদ্বোধনী অধিবেশনে সম্পন্ন হয়েছে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ। শনিবার এই প্রদেশের বিধানসভায় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে ১১১ জন, মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) থেকে ৩৬ জনসহ মোট ১৪৮ সদস্য শপথ নেন।

অন্যদিকে, পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতে পিটিআই এ-সংক্রান্ত একটি পিটিশন জমা দিয়েছে। এ ছাড়া ‘অসন্তোষজনক’ ভূমিকার কারণে গহর আলি খানকে দলীয় চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার