লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে স্থানীয় জেলে আওলাদ মাঝির জালে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরকালকিনি ইউনিয়নের বাতিরখাল মাছঘাটের অদূরে মেঘনা নদীতে এ মাছটি ধরা পড়ে।
পরে বাতিরখাল মাছঘাটের আড়তে মাছটি নিয়ে গেলে ডাকের (নিলাম) মাধ্যমে মফিজুল ইসলাম ব্যাপারী নামের এক ব্যবসায়ী ২৫ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন। এত বড় মাছ দেখার কৌতূহল মেটাতে এ সময় কয়েকশ মানুষ ভিড় করেন।
জেলে আওলাদ মাঝি জানান, মেঘনা নদীর বাতিরখাল এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে। সচরাচর এত বড় কোরাল ধরা পড়ে না।
ব্যবসায়ী মফিজুল ইসলাম জানান, তিনি মাছটি কিনে চাঁদপুর আড়তে পাঠিয়েছেন। সেখানে মাছটি আরও বেশি দামে বিক্রি হবে বলে প্রত্যাশা তার।
অর্থসংবাদ/এমআই