ক্যাটাগরি: জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন: দীপু মনি

রমজানে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার সচেষ্ট রয়েছে। তবে এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার সকালে চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রমজানে মানুষ যাতে এতটু স্বস্তিতে থাকে তার জন্য সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন-পুলিশ যেমনি কাজ করবে, তেমনি ব্যবসায়ী সমিতিগুলো যদি কাজ করে তাহলে ক্রয় সীমার মধ্যে রাখা সম্ভব। অন্যান্য যে সমস্যা রয়েছ তার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

দীপু মনি বলেন, ধর্ম পালনের ক্ষেত্রে ধর্মীয় লেবাসের বিষয়ে আমরা যতটা মনোযোগী তার পাশাপাশি যদি ধর্মীয় আচরণের ক্ষেত্রে আরও মনোযোগী হই তাহলে এ মজুদদারি বা অতিরিক্ত মুনাফা করার প্রবৃত্তি থাকে না। রমজান মাস সংযমের সময়। আমরা যেন সব ক্ষেত্রে সব সময় সংযম হই। ধর্মটি চর্চার বিষয়ে। আমি শুধু পোশাকে আশাকে দেখালাম কিন্তু ধর্মের যে মূল্যবোধ তা যদি করতে না পারি তাহলে মনে হয় আমরা বেশি কিছু করতে পারবো না। নিজেদের মূল্যবোধ সঠিক হলে মানুষকে কষ্ট দেওয়ার কাজটি কেউ আর করত না।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার