বিদায়ী সপ্তাহে (১৮ ফেব্রুয়ারি-২২ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ১২১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের শেয়ারদর বেড়েছে সবচেয়ে বেশি। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ২৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে এস্কয়ার নিটের ৬ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। তাতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৯২ শতাংশ।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৬৭ শতাংশ। আর শেয়ারদর ১৮ দশমিক ৪৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কুইন সাউথ টেক্সটাইলের ১৭ দশমিক ৬ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৬ দশমিক ৮৮ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেকের ১৪ দশমিক ৫৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১৪ দশমিক ৪২ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৯৪ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালসের ১১ দশমিক ৪৫ শতাংশ এবং জেমিনি সি ফুড পিএলসির ১১ দশমিক ২৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অর্থসংবাদ/কাফি