ক্যাটাগরি: পুঁজিবাজার

সপ্তাহের ব্যবধানে ডিএসইর লেনদেন কমেছে ৫৫ শতাংশ

বিদায়ী সপ্তাহে (১৮ ফেব্রুয়ারি-২২ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে লেনদেন ও বাজার মূলধন কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর লেনদেন কমেছে ৫৪ দশমিক ৭০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৪ হাজার ৭০ কোটি ২৫ লাখ টাকা বা ৫৪ দশমিক ৭০ শতাংশ।

গত সপ্তাহের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৮০১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে ৪ হাজার ৪৫২ কোটি ১২ লাখ ২৩ হাজার ৭৩৭ টাকা বা ০ দশমিক ৫৮ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬২ দশমিক ৩০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ৩৩৬ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই এস’ সূচক ২১ দশমিক ৬৯ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ১৭ দশমিক ৪৯ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২১টির। আর ২৪৭টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এসময়ে ৩০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার