ক্যাটাগরি: আন্তর্জাতিক

২৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন বেজোস

অ্যামাজনের আরো ২৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস। যার শেয়ার সংখ্যা এক কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন)। এ নিয়ে তিনি গত নয় কর্মদিবসে এ প্রতিষ্ঠানের মোট পাঁচ কোটি শেয়ার বিক্রি করেছেন। যার মূল্য প্রায় ৮৫০ কোটি ডলার।

অ্যামাজন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রধান বেজোস গত নভেম্বরে ঘোষণা করেছিলেন, ২০২৪ সালে পাঁচ কোটি শেয়ার বিক্রি করবেন তিনি। গত বছর অ্যামাজনের শেয়ার ৭৬ শতাংশের বেশি বেড়ে যায়। এর পরই অ্যামাজনের স্টক বিক্রি করার সিদ্ধান্ত নেন বেজোস। এর আগে সর্বশেষ ২০২১ সালে অ্যামাজনের শেয়ার বিক্রি করেছিলেন তিনি।

সর্বশেষ এ শেয়ার বিক্রির বিষয়ে বিবিসি তার সঙ্গে যোগাযোগ করলেও বেজোস কোনো জবাব দেননি।

বেজোস গত বছর ওয়াশিংটনের সিয়াটল থেকে ফ্লোরিডার মিয়ামিতে চলে আসায় তার বিক্রি করা ৮৫০ কোটি ডলার মূল্যের শেয়ারের ওপর প্রায় ৬০ কোটি ডলার ট্যাক্স সাশ্রয় করলেন। শেয়ার বিক্রি বা অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ থেকে আড়াই লাখ ডলারের ওপরে লাভ হলে ওয়াশিংটন স্টেটে ৭ শতাংশ হারে ট্যাক্স দিতে হয়। কিন্তু ফ্লোরিডায় আয় বা মূলধনের লাভের ওপর রাষ্ট্রীয় কর নেই। তবে বেজোসকে ফেডারেল কর পরিশোধ করলেই হবে।

শেয়ার করুন:-
শেয়ার