দেশের বিভিন্ন সিটি করপোরেশনের কাউন্সিলরদের সম্মানীভাতা আগের চেয়ে আড়াইগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে কাউন্সিলররা প্রতিমাসে চল্লিশ হাজার টাকা হারে সম্মানী পাবেন। যা আগে ছিল ১৫ হাজার টাকা। এ ছাড়া কাউন্সিলররা প্রতি সভায় উপস্থিতির জন্য ৬০০ টাকা হারে ভাতা পাবেন। তবে এই ভাতা কোনো মাসে সর্বোচ্চ দুই হাজার চারশ’ টাকার বেশি হবে না।
প্রতি সভায় উপস্থিতির জন্য প্রাপ্য ভাতা আগে ছিল ৫০০ টাকা। তবে এবারের প্রজ্ঞাপনে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তানুযায়ী সংশ্লিষ্ট করপোরেশনকে নিজস্ব তহবিল থেকে এই ভাতা দিতে হবে এবং এ জন্য অতিরিক্ত কোনো বরাদ্দ দাবি করা যাবে না।
এই ব্যয়ের জন্য সকল আর্থিক বিধিবিধান মেনে চলতে হবে। এ ক্ষেত্রে কোনো আর্থিক অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
কাফি