ক্যাটাগরি: জাতীয়

ডাকঘরের উন্নয়নে জাপানের সহায়তা চায় বাংলাদেশ

ডাকঘরের উন্নয়নে জাপানের বিনিয়োগ ও অন্যান্য সহায়তা চেয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সাক্ষাৎ করেন তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় প্রতিমন্ত্রী এ সহযোগিতা চান।

প্রতিমন্ত্রী বলেন, পিপিপির আওতায় জাপানের ডাক ব্যবস্থা আধুনিকায়ন হয়েছে। তাই আমাদের ডাকঘরের উন্নয়নে তাদের বিনিয়োগ ও অন্যান্য সহায়তা চেয়েছি।

জাপানে রপ্তানি বাড়ানো, টেলিটক এবং টেশিসে বিনিয়োগের যে সুযোগ রয়েছে, সেগুলোও এ সময় প্রতিমন্ত্রী তুলে ধরেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, আইসিটি ও সাইবার নিরাপত্তাসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইসিটিসহ বিভিন্ন সেক্টরে সরকারের চাহিদা পূরণে আমরা কাজ করে যাব।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নে জাপান বাংলাদেশকে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ কর্মসূচির আলোকে আগামী দুই মাসের মধ্যে বা তারও আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং জাপান দূতাবাস ও জাইকা এক সঙ্গে স্মার্ট বাংলাদেশ মাস্টারপ্ল্যান চূড়ান্তভাবে উদ্বোধন করা সম্ভব।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার