ক্যাটাগরি: পুঁজিবাজার

মেঘনা কনডেন্সড মিল্কের টিকে থাকা নিয়ে নিরীক্ষকের শঙ্কা

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেডের ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করা বা টিকে থাকা নিয়ে খুবই শঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট নিরীক্ষক। বিগত কয়েক বছর ধরে টানা লোকসানে রয়েছে কোম্পানিটি। এতে কোম্পানির সম্পদ ঋণাত্মক হয়ে গেছে।

কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কার কথা প্রকাশ করেছে নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানির ২০২২-২৩ অর্থবছরে নিট ৩ কোটি ৪০ লাখ টাকা লোকসান হয়েছে। এছাড়া কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ৭২ টাকা ২২ পয়সা, শেয়ারপ্রতি লোকসান ২ টাকা ১৩ পয়সা ও নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৯৪ পয়সা রয়েছে। এতে মেঘনা কনডেন্সড মিল্কের এই সংকট কোম্পানির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরি করেছে।

উল্লেখ্য, ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা কনডেন্সড মিল্কের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৩৭ দশমিক ৪৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি ৬২ দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) কোম্পানির শেয়ার দর সর্বশেষ ২৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার