রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ভিটিবি গত বছর রেকর্ড ৪৩ হাজার ২২০ কোটি রুবল বা ৪৮০ কোটি ডলার মুনাফা অর্জন করেছে, যা আর্থিক প্রতিষ্ঠানটিকে আগের বছরের ৬৬ হাজার ৭৫০ কোটি রুবল লোকসান থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। এর প্রভাব পড়ে দেশটির আর্থিক খাতে। এতে লোকসানে পড়ে রাশিয়ার ব্যাংক খাতও।
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিমিত্রি পাইনভ বলেন, আমরা ২০২৪ সালকে আরো একটি রেকর্ড বছর হিসেবে দেখছি। চলতি বছর ৪৩ হাজার ৫০০ কোটি রুবল মুনাফার লক্ষ্য আছে আমাদের।
গত বছর রাশিয়ান ব্যাংকগুলো সম্মিলিতভাবে রেকর্ড ৩ দশমিক ৩ ট্রিলিয়ন রুবল মুনাফা অর্জন করেছে। বন্ধকি, ভোক্তা ও করপোরেট ঋণ এ মুনাফা অর্জনে ভূমিকা রেখেছে।
ভিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আঁদ্রেই কোস্টিন ২০২২ সালের লোকসানের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন। তবে এককালীন প্রভাব ছাড়া চলতি বছর ২৭ হাজার ৫০০ কোটি রুবল নিট মুনাফা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।