মুনাফা অর্জনে রেকর্ড করেছে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসি। বুধবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৩ সালে তাদের কর–পূর্ববর্তী মুনাফা প্রায় ৮০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে তারা ঘোষণা করেছে, আরও বেশি শেয়ার বাইব্যাক করা হবে। তবে ২০২৪ সালে অনিশ্চয়তার মধ্যে পড়তে হতে পারে বলেও ব্যাংকটি আশঙ্কা করছে।
হংকং স্টক একচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে এইচএসবিসি জানিয়েছে, ২০২৩ সালে তাদের কর–পূর্ববর্তী মুনাফা হয়েছে ৩ হাজার ৩০ কোটি ডলার। এক বছর আগে তাদের মুনাফার পরিমাণ ছিল ১ হাজার ৭১০ কোটি ডলার। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদের হার বেড়ে যাওয়ার কারণে এইচএসবিসি এই বিপুল মুনাফা অর্জন করেছে।
এইচএসবিসির কর–পরবর্তী মুনাফা ৮৩০ কোটি ডলার বেড়ে ২ হাজার ৪৬০ কোটি ডলারে পৌঁছেছে।
এশিয়া অঞ্চলে সবচেয়ে বেশি ব্যবসা করে এইচএসবিসি। যদিও তাদের মূল কার্যালয় লন্ডনে। ব্যাংকের প্রধান নির্বাহী নোয়েল কুইন বলেন, ২০২৩ সালে আমাদের রেকর্ড মুনাফা হওয়ায় আমরা ২০০৮ সালের পর এই প্রথম পুরো বছরের জন্য সবচেয়ে বেশি লভ্যাংশ দিতে পেরেছি।
এইচএসবিসি আজ আরও জানিয়েছে যে তারা ২০০ কোটি ডলারের নিজস্ব শেয়ার কিনবে। গত বছর তারা তিন দফায় শেয়ার বাইব্যাক করেছিল। এসব শেয়ার মূল্য ছিল ৭০০ কোটি ডলার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর ফলে বিনিয়োগকারীরা ‘পুরস্কার’ পাচ্ছেন।
যেসব খাত থেকে এইচএসবিসির মুনাফা এসেছে, তার মধ্যে রয়েছে তাদের ফরাসি ব্যাংকিং কার্যক্রম বিক্রি বাবদ পাওয়া ২৫০ কোটি ডলার এবং সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্যভিত্তিক কার্যক্রম অধিগ্রহণ থেকে সাময়িকভাবে পাওয়া ১৬০ কোটি ডলার। তবে এইচএসবিসির মুনাফা কিছুটা কমে গেছে চীনের ব্যাংক অব কমিউনিকেশনে লোকসানের কারণে, যেখানে তাদের বিনিয়োগ রয়েছে।
এইচএসবিসি জানিয়েছে, ২০২৩ সালে তাদের আয় ৩০ শতাংশ বেড়ে ৬ হাজার ৬১০ কোটি ডলার হয়েছে। ‘সব জায়গায় বিরাজমান উচ্চ সুদহার আমাদের আন্তর্জাতিক ব্যবসাকে চাঙা করেছে’ বলে ব্যাংকের বিবৃতি বলা হয়েছে।