ক্যাটাগরি: ধর্ম ও জীবন

মাতৃভাষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

সর্বত্র নিঃসংকোচে বাংলা ভাষার চর্চা করা এবং ভাষার অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের জন্য দোয়া করেছেন আহমাদুল্লাহ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিশুদ্ধ ও মার্জিত ভাষায় কথা বলতেন। শুদ্ধ ও সুন্দর ভাষায় কথা বলা সুন্নাহ। সকল নবী-রাসুলকে মহান আল্লাহ স্বজাতির ভাষায় (মাতৃভাষায়) প্রেরণ করেছেন।’

ভাষা শহীদদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যারা আত্মত্যাগ করেছেন—সেই আবদুস সালাম, আবদুল জাব্বার, রফিক উদ্দীন আহমাদ, শফিউর রহমান ও আবুল বরকতকে মহান আল্লাহ আমাদের পক্ষ হতে উত্তম বিনিময় দান করুন। তাঁদের অবদানের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন হবে তখনই, যদি সর্বত্র আমরা বাংলাভাষার চর্চা করি, বাংলাভাষায় কথা বলতে হীনম্মন্যতায় না ভুগি, বাংলাভাষার বিকৃত উচ্চারণ থেকে বিরত থাকি এবং অপ্রয়োজনীয় অন্য ভাষা ব্যবহার থেকে বেঁচে থাকতে পারি।’

তিনি দেশবাসীর প্রতি শুদ্ধ ভাষায় কথা বলার আহ্বার জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আল্লাহর নেয়ামতের যথাযথ ব্যবহার এবং তাঁদের অর্জনের প্রতি শ্রদ্ধা রেখে সবাই সর্বত্র নিঃসংকোচে বাংলাভাষার চর্চা করি এবং ভাষার অপব্যবহার (খারাপ ভাষায় কথা বলা, গালমন্দ, মিথ্যা, প্রতারণা ইত্যাদি) থেকে বিরত থাকি।’

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার