মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
দিবসটি উপলক্ষে বিআইসিএমের পরিচালক নাজমুছ সালেহীনের নেতৃত্বে ইনস্টিটিউটের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন, উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম ও ডেপুটি রেজিস্টার আসিফ ইমরানসহ ইন্সটিটিউটের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেকের সভাপতিত্বে ও উপ-পরিচালক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পরিচালক নাজমুছ সালেহীন, সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন ও প্রভাষক ফাইমা আক্তার।
কাফি