লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গোষ্ঠীটি এবার গ্রিক বাল্ক ক্যারিয়ারে হামলা চালিয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাহাজ পরিচালনা ও সামরিক সূত্র জানিয়েছে, গ্রিক পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার সি চ্যাম্পিয়নে হামলা হয়েছে। মঙ্গলবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলে লোহিত সাগরে এডেন বন্দরে জাহাজটিতে হামলা কার হয়। যদিও জাহাজের এ হামলাকে হুতিদের ভুলক্রমে ছোড়া ক্ষেপণাস্ত্রের আক্রমণ বলে উল্লেখ করা হয়েছে।
ইউএস সেন্টকম জানিয়েছে, সি চ্যাম্পিয়নকে লক্ষ্য করে হুতিরা দুটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি মার্কিন মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার। এরমধ্যে একটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছাকাছি বিস্ফোরিত হয়েছে। এতে করে জাহাজটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
গ্রিক শিপিং মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি আর্জেন্টিনা থেকে এডেনে ভুট্টা পরিবহন করেছিল। জাহাজটিতে দুবার হামলা করা হয়েছে। এতে করে জাহাজের জানালা ক্ষতিগ্রস্ত হলেও কোনো ক্রু হতাহত হয়নি।
অর্থসংবাদ/এমআই