সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্স ও সিটি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যা বাংলাদেশ ফাইনান্সের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করবে। এই চুক্তি এমপ্লয়ি ব্যাংকিং অভিজ্ঞতাকে উন্নত করার জন্য একটি কৌশলগত অংশীদারিত্বের সূচনা করেছে।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ফাইনান্সের কর্মকর্তারা বিশেষভাবে অগ্রাধিকারমূলক সুদের হার, ব্যক্তিগত আর্থিক পরামর্শ এবং সুবিধাজনক ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন বিশেষায়িত ব্যাংকিং পণ্য এবং সেবা পেতে সক্ষম হবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. কায়সার হামিদ উৎসাহ প্রকাশ করে বলেন, আমরা আমাদের কর্মীদের জন্য উদ্ভাবনী ব্যাংকিং সেবা দেয়ার জন্য সিটি ব্যাংকের সাথে যোগসূত্র স্থাপন করতে পেরে আনন্দিত।
এবিষয়ে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান ব্যবসায়িক কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ বলেন, সিটি ব্যাংকে আমরা গ্রাহকদের উন্নত সেবা প্রদানে বদ্ধপরিকর এবং আমরা নিত্যনতুন সেবা উদ্ভাবনে বিশ্বাস করি। তারই সাথে আমরা অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে নিখুঁত প্রয়াস চালিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে সিটি ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্স উভয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটি ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন হেড অফ রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার, হেড অফ ক্যাশ ম্যানেজমেন্ট তাহসিন হক, হেড অফ এমপ্লয়ি ব্যাংকিং হাসান উদ্দিন আহমেদ। আর বাংলাদেশ ফাইন্যান্সের প্রতিনিধিত্ব করেন গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভূঁইয়া, হেড অফ ওয়েলথ ম্যানেজমেন্ট মোহাম্মদ আবু ওবায়েদ, হেড অফ ট্রেজারি মো. যুবরাজ হোসেন, এক্টিং হেড অফ হিউম্যান রিসোর্সেস মো. আশেকুল আরিফিন পাটোয়ারী এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার মো. আশিকুর রহমান।