আর্জেন্টিনার বিপক্ষে ১৯৯০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল জার্মানি। ওই ম্যাচে ম্যাচজয়ী গোলটি এসেছিল জার্মান ডিফেন্ডার আন্দ্রেস ব্রেহমের পা থেকে। যার জন্য তিনি বেশ স্মরণীয়, তাকে বলা হয় বড় ম্যাচের পারফর্মার হিসেবে। সেই বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ব্রেহমে ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এই তথ্য নিশ্চিত করেছে। ব্রেহমের জীবনসঙ্গী সুসানে শাইফারের বরাত দিয়ে তারা জানিয়েছে— গতকাল (সোমবার) রাতে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে ব্রেহমে মারা গেছেন। তার মৃত্যুতে জার্মানি ফুটবল ফেডারেশন (ডিএফবি), বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান শোক জানিয়েছে।
এক বিবৃতিতে সুসানে শাইফার বলেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি যে, আমার জীবনসঙ্গী আন্দ্রেয়াস ব্রেহমে আকস্মিকভাবে কার্ডিয়াক অ্যারেস্টে গতকাল রাতে মারা গেছেন। কঠিন এই সময়ে আমাদের প্রতি সম্মান জানিয়ে বারবার প্রশ্ন না করে গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।