ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে পেপার প্রসেসিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসইতে কোম্পানিটির শেয়ার ১২০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন শুরু করে। আজ বাজার শেষে দর বেড়েছে দাড়ায় ১৩২ টাকা ৬০ পয়সায়। সেই হিসাবে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মনোস্পুল পেপার। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এস্কয়ার নিটের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- মন্নো ফেব্রিক্স, এএফসি এগ্রো, বাংলাদেশ ফাইন্যান্স, এইচ আর টেক্সটাইল, জেমিনি সি ফুড, ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার