ক্যাটাগরি: পুঁজিবাজার

কাটেনি ক্যাটাগরি পরিবর্তনের প্রভাব, কমেছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একইসাথে আগের কার্যদিবসের তুলনায় এদিন লেনদেন কমেছে। মূলত, লভ্যাংশ না দেওয়া ও উৎপাদনহীন কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করায় ২৪৫ কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৫০ পয়েন্ট কমে ১৩৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ২১৩১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮১৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯২৪ কোটি ৭৩ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৭টি কোম্পানির, বিপরীতে ২৪৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার