পুঁজিবাজার
লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে (এসএমই প্লাটফর্ম) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৮ ফেব্রুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৪ দশমিক ০৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ২৯৬ পয়েন্টে।
এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে ৮টির দর বেড়েছে। দর কমেছে ৮টির বাকি ১টি কোম্পানির দর আজ অপরিবর্তিত রয়েছে।
আজ এসএমইতে ২৪ লাখ ৫৭ হাজার ৭৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ১১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ০৮ লাখ টাকা।
আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্টার এডহেসিভস লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ২ লাখ ২৬ হাজার ১৮৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ১ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার টাকা।
রবিবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়ান্ডারল্যান্ড টয়েস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৭ টাকা ১০ পয়সায়।
অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের।। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৩ দশমিক ৮২ শতাংশ কমেছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
শেয়ার জেডে পাঠিয়ে কোম্পানিকে লাভবান করছেন রাশেদ মাকসুদ

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) বিক্ষোভ করেছেন বাংলাদেশ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব্যানারে এই বিক্ষোভ করা হয়েছে।
এদিন দুপুর আড়াইটার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
এসময় এক সাধারণ বিনিয়োগকারী বলেছেন, লজ্জাহীন রাশেদ মাকসুদ, গাধা কখনো ঘোড়া হতে পারে না।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
‘রাশেদ মাকসুদ ২টা ব্যাংক থেকে অপসারিত হয়েছেন’

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) বিক্ষোভ করেছেন বাংলাদেশ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব্যানারে এই বিক্ষোভ করা হয়েছে।
এদিন দুপুর আড়াইটার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
এসময় এক সাধারণ বিনিয়োগকারী বলেছেন, লজ্জাহীন রাশেদ মাকসুদ, গাধা কখনো ঘোড়া হতে পারে না।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লজ্জাহীন রাশেদ মাকসুদ, গাধা কখনো ঘোড়া হতে পারে না

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) বিক্ষোভ করেছেন বাংলাদেশ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব্যানারে এই বিক্ষোভ করা হয়েছে।
এদিন দুপুর আড়াইটার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
এসময় এক সাধারণ বিনিয়োগকারী বলেছেন, লজ্জাহীন রাশেদ মাকসুদ, গাধা কখনো ঘোড়া হতে পারে না।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নিঃস্ব ও নতুন বিনিয়োগকারীদের বিনা সুদে স্কিম দেওয়ার আহ্বান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারনের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) বিক্ষোভ করেছেন বাংলাদেশ বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব্যানারে এই বিক্ষোভ করা হয়েছে।
এদিন দুপুর আড়াইটার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
এসময় নিঃস্ব ও নতুন বিনিয়োগকারীদের বিনা সুদে স্কিম দেওয়ার আহ্বান জানিয়েছেন এক সাধারণ বিনিয়োগকারী।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বিচ হ্যাচারির সর্বোচ্চ দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২০ এপ্রিল-২৪ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে বিচ হ্যাচারি শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৩৮ টাকা ৪০ পয়সা বা ৩৯ দশমিক ৭১ শতাংশ কমেছে। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডি ফাইন্যান্সের শেয়ারদর কমেছে ২৪ শতাংশ।
আর ২৩ দশমিক ১৪ শতাংশ শেয়ারদর পতনে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করেছে খুলনা পেপার।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর হলো- উত্তরা ব্যাংক, ইবিএল, এডিএন টেলিকম, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স, আমরা নেটোয়ার্ক এবং খান ব্রাদার্স।
কাফি