ক্যাটাগরি: পুঁজিবাজার

মূল্য সংবেদনশীল তথ্য নেই ওয়ান্ডারল্যান্ড টয়েসের

পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান্ডারল্যান্ড টয়েস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে এমনটিই জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, ডিএসইর এসএমই প্লাটফর্মে গত ১২ ফেব্রুয়ারি ওয়ান্ডারল্যান্ড টয়েসের শেয়ার দর ছিল ৪৬ টাকা ৮০ পয়সা। আর আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৬৮ টাকা দরে লেনদেন হয়েছে। অর্থাৎ মাত্র ৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২১ টাকা ২০ পয়সা।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার