ক্যাটাগরি: পুঁজিবাজার

ক্যাটাগরি পরিবর্তনের প্রভাবে ২৫৬ কোম্পানির দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসাথে আগের কার্যদিবসের তুলনায় এদিন কমেছে লেনদেন। মূলত, লভ্যাংশ না দেওয়া ও উৎপাদনহীন কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করায় ২৫৬ কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৮ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৩ দশমিক ০১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৩৬৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৭ দশমিক ৭৭ পয়েন্ট কমে ২১২৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৯২৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১০৭৪ কোটি ৭৩ লাখ টাকা।

রোববার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৭টি কোম্পানির, বিপরীতে ২৫৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার