ক্যাটাগরি: আন্তর্জাতিক

কর্মী চাহিদা বাড়ছে, বেতনও বাড়াবে সৌদি আরব

কর্মীদের বেতন-মজুরি বাড়াতে যাচ্ছে সৌদি সরকার। ২০৩০ সালের মধ্যে তেলের ওপর চাপ কমানোর পাশাপাশি অন্যান্য উৎপাদন বাড়াতে এবং অর্থনৈতিক লক্ষ্য অর্জনে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশটির অর্থমন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের ভিশন বাস্তবায়নের জন্য কর্মক্ষেত্রে অভিজ্ঞদের গুরুত্ব দিচ্ছে সৌদি সরকার।

একটি ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে, সৌদি আরব এক বছরের মধ্যে বেসরকারি খাতে ১.১২ মিলিয়ন কর্মসংস্থান তৈরি করেছে। এছাড়া ভিশন ২০৩০ বাস্তবায়নে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণও বাড়াতে চায় দেশটি।

সৌদির কর্মী উন্নয়ন ও নিয়োগবিশেষজ্ঞ কুপার ফিচ বলেন, উন্নয়নের দিকে ব্যাপক নজর দিয়ে দিয়েছে সৌদি সরকার। তারা ৫০০ বিলিয়ন ডলার ব্যয়ে অত্যন্ত সুপরিকল্পতি ও অত্যাধুনিক নিওম শহর গড়ে তুলছে।

বোলনিউজ বলছে, রেড সি প্রজেক্ট এবং আলুলার মতো উদ্যোগও শ্রমিকদের চাহিদা বাড়াচ্ছে ও বেতন বৃদ্ধিতে অবদান রাখছে। এ কারণে দক্ষ শ্রমিকের জন্য প্রবাসীদেরও সুযোগ বাড়বে।

শেয়ার করুন:-
শেয়ার