ক্যাটাগরি: পুঁজিবাজার

সপ্তাহের ব্যবধানে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৬০ শতাংশ

বিদায়ী সপ্তাহে (১১ ফেব্রুয়ারি-১৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৪০৯ কোম্পানির মধ্যে ৭৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।এর মধ্যে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে সবচেয়ে বেশি। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৬০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে সিকদার ইন্স্যুরেন্সে ২৬ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। তাতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৯ দশমিক ৫৫ শতাংশ।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ২৬ শতাংশ। আর শেয়ারদর ২৮ দশমিক ২১ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু ফেব্রিকসের ২০ দশমিক ৭১ শতাংশ, খান ব্রাদার্সের ১৭ দশমিক ৩৮ শতাংশ, এসবিএসি ব্যাংকের ১৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৫ দশমিক ৬৬ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৪ দশমিক ৬৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৪ দশমিক ২৯ শতাংশ এবং আলহাজ টেক্সটাইল মিলসের ১৪ দশমিক ০৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

শেয়ার করুন:-
শেয়ার