দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৪৫ শতাংশ। তবে সার্বিক খাদ্যমূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০২ শতাংশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
বিবিএসের সবশেষ তথ্যানুযায়ী, জানুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৬ শতাংশ হয়েছে, গত ডিসেম্বরে যেটি ছিল ৯ দশমিক ৪১ শতাংশ।
দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্যমূল্যস্ফীতি কিছুটা কমেছে জানুয়ারিতে। এ মাসে সার্বিক খাদ্যমূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ। ডিসেম্বরে যেটি ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ।
এদিকে ডিসেম্বরে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৫২ শতাংশ থাকলেও জানুয়ারিতে সেটি বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে।
এছাড়া জানুয়ারিতে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭০ শতাংশে। এর মধ্যে খাদ্যমূল্যস্ফীতি ৯ দশমিক ৮৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৯ শতাংশ।
আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৮ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৩ শতাংশ।