ক্যাটাগরি: পুঁজিবাজার

দুই ঘণ্টায় লেনদেন ৪৮৮ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৪৮৮ কোটি টাকার বেশি। আগের দিন একইসময়ে ৫২৮ কোটি টাকার লেনদেন হয়েছিলো।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ২২ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ১৭ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৮৯ ও ২১৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৮৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ কোম্পানির শেয়ারদর।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার