বাংলাদেশ ও সৌদি আরবের বহুমুখী সম্পর্ক আগামীতে আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।
বুধবার ঢাকায় সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এমন প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
সৌদি রাষ্ট্রদূত বলেন, অতীতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক হজ, ওমরাহ, অনুদান এমন কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এখন সৌদি আরব এবং বাংলাদেশের সম্পর্ক বহুমুখী এবং বিস্তৃত। দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ নানা খাতে সম্পর্ক এখন বেড়েছে। আগামী দিনে এই সম্পর্ক আরও বাড়বে।
বাংলাদেশের ওমরাহ অতিথিদের প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সৌদি বাদশার আমন্ত্রণে ও সৌদির ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশের ৩০ জন নাগরিক ওমরাহ করার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন ওমরাহ অতিথির কাছে বিমান টিকিট হস্তান্তর করেন।