ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) ডিএসইতে সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৫ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা বা ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- সাফকো স্পিনিং মিলস, আনলিমা ইয়ার্ন, আফতাব অটো, এডিএন টেলিকম, হাইডেলবার্গ সিমেন্ট, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার