ক্যাটাগরি: পুঁজিবাজার

লেনদেন কমেছে শেয়ারবাজারে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে গত দিনের তুলনায় টাকার অংকে কমেছে লেনদেনের পরিমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৭১ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ দশমিক ১৯ পয়েন্ট কমে এবং ডিএস-৩০ সূচক দশমিক ৮২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৯১ ও ২১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৭৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৪৬ কোটি ৪১ লাখ টাকা।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৫টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৭৮টির এবং শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার