আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গুম-খুনের কথা বলে পশ্চিমাদের মিথ্যা তথ্য দেয়। তথ্য উপাত্ত ছাড়া এমন অভিযোগ এনে তারা সরকারের ওপর অপবাদ দিচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘মঈন খান পিটার হাসের সঙ্গে দেখা করেছে, তাতে আমাদের কী? দেখা করতেই পারেন।’
বিএনপি ক্রমাগত মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অভিযোগ করেছে তাদের ১৩ জনকে মেরে ফেলা হয়েছে জেলখানায়। জেলে বন্দি অবস্থায় কী মৃত্যু হতে পারে না? বিএনপির তালিকা দেয়া উচিত কে কে মারা গেছে।’
‘বিএনপি নেতাদের গুমের অভিযোগ করে, কিন্তু কিছু দিনের পর তাদের আবার ঘোরাফেরা করা অবস্থায় পাওয়া যায়। তাই গুম-খুনের উপাত্ত ছাড়া অন্ধকারে তীর ছোড়া ঠিক নয়, আমরা তালিকা চাই,’ যোগ করেন তিনি।
কাফি