ডলারের ব্যবহার কমেছে রাশিয়ার আমদানি রফতানি বাণিজ্যে। ২০২৩ সালে চীন ও ভারতের সঙ্গে বাণিজ্যের ৯৫ শতাংশই স্থানীয় মুদ্রায় করেছে রাশিয়া। সোমবার এমনটাই জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) সেক্রেটারি জেনারেল তাতিয়ানা মোনাঘান।
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটির সূত্রে এ তথ্য জানা গেছে।
আইসিসি তথ্য অনুযায়ী, রাশিয়ার রফতানি বাণিজ্যে মার্কিন ডলার এবং ইউরোর ব্যবহার নাটকীয়ভাবে কমে গেছে। যেখানে ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে দেশটির রফতানি বাণিজ্যের ৮৫ দশমিক ৬ শতাংশ এই দুই মুদ্রা ব্যবহার করে পরিচালিত হত। সেখানে গত বছরের জানুয়ারি থেকে মে মাসেই মাত্র ৩৪ দশমিক ১ শতাংশ বাণিজ্যে ডলার ও ইউরো ব্যবহৃত হয়েছে।
একই সময়ের মধ্যে আন্তঃসীমান্ত লেনেদেনে রাশিয়ার মুদ্রা রুবলের ব্যবহার বেড়েছে ৩৯ দশমিক ১ শতাংশ। এই সময়ে রাশিয়ার ‘বন্ধুসুলভ’ দেশগুলোর মুদ্রায় বাণিজ্য বেড়েছে ২৬ দশমিক ৯ শতাংশ।
আইসিসি সেক্রেটারি জেনারেল তাতিয়ানা মোনাঘান জানান, ২০২৩ সালে চীন ও ভারতের সঙ্গে হওয়া রাশিয়ার বাণিজ্যের ৯৫ শতাংশই স্থায়ীয় মুদ্রায় হয়েছিল। এর মধ্যে চীন হচ্ছে দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দেশটির মোট বাণিজ্যিক কার্যক্রমের ২৯ শতাংশই হয়েছে চীনের সঙ্গে।
কাফি