সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে (এসএমই প্লাটফর্ম) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৬ দশমিক ৩০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ২৬৭ পয়েন্টে।
এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে ৮টির দর বেড়েছে। বাকী ৯টি কোম্পানির দর আজ কমেছে।
আজ এসএমইতে ৬৯ লাখ ৭০ হাজার ৪৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ১১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ১১ লাখ টাকা।
আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্টার এডহেসিভস লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ৪ লাখ ৬১ হাজার ৩০৫টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ৩ কোটি ৬৯ লাখ ০৪ হাজার টাকা।
মঙ্গলবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্টার এডহেসিভস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮০ টাকায়।
অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে বিডি ল্যাম্পস লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ২ দশমিক ৮৮ শতাংশ কমেছে।