ক্যাটাগরি: পুঁজিবাজার

একসঙ্গে তিন বছরের নগদ লভ্যাংশ পাঠিয়েছে ডেল্টা লাইফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাববছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত সময়ের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

এর আগে, গত বছরের ৩ আগস্ট কোম্পানিটি পরিচালনা পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। সেই সঙ্গে তিন বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ প্রতি বছরের জন্য ৩০ শতাংশ অর্থাৎ তিন বছরের জন্য মোট ৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।

শেয়ার করুন:-
শেয়ার