জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (এ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, রোববার ২৫ ফেব্রুয়ারি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ নিয়ে (সি-১) এবং কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সি ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ও বুধবার ২৭ ও ২৮ ফেব্রুয়ারি জীববিজ্ঞান অনুষদ (ডি ইউনিট), বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ (বি ইউনিট), ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ, এবং বিজনেস স্টাডিজ অনুষদের (ই ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বছর ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৪৪ আসনের জন্য লড়ছেন এক লাখ ৯৭ হাজার ৮৫১ জন ভর্তিচ্ছু। সে হিসেবে আসনপ্রতি লড়বেন ১০৭ জন শিক্ষার্থী।