সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১১৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন টপটেন গেইনার তালিকায় থাকা সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি ব্যাংক) ও বেস্ট হোল্ডিংস লিমিটেড দর বৃদ্ধির শীর্ষে রয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১২ ফেব্রুয়ারি) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা প্রথম বেস্ট হোল্ডিংস ও দ্বিতীয় এসবিএসি ব্যাংকের শেয়ারদর সমান ১০ শতাংশ হারে বেড়েছে। ফলে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানি দুটি।
এদিন ডিএসইর দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।
সোমবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আফতাব অটোমোবাইলস, সিকদার ইন্স্যুরেন্স, ফু-ওয়াং সিরামিক, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আলহাজ টেক্সটাইল, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং একমি পেস্টিসাইডস লিমিটেড।