ক্যাটাগরি: জাতীয়

দেশে লাইসেন্সবিহীন হাসপাতাল হাজারের বেশি

সারা দেশে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্ল্যাড ব্যাংকের সংখ্যা ১ হাজার ২৭। আর সারা দেশে লাইসেন্সধারী বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্ল্যাড ব্যাংকের সংখ্যা ১৫ হাজার ২৩৩।

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) হাইকোর্টে এমন প্রতিবেদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর বাড্ডার সাতারকূলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার পর পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় করা রিট শুনানিতে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এ প্রতিবেদন দেওয়া হয়।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চে রাষ্ট্রপক্ষ প্রতিবেদনটি উপস্থাপন করে। আদালত এটি হলফনামা আকারে দাখিল করতে নির্দেশ দিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি শুনানির জন্য ধার্য করেছে।

প্রতিবেদনটি উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিবেদনে এসেছে সারাদেশে এক হাজারের বেশি সনদবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক রয়েছে। আদালতে এটি হলফনামা করে দাখিল করা হবে।’

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার