পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ বন্ধ করখানা আবার চালু করেছে। গতকাল ২৯ জানুয়ারি থেকে কোম্পানিটি পুনরায় কারখানার কারযক্রম শুরু করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছরের ৩ ডিসেম্বর কোম্পানিটি কারখানা বন্ধের খবর প্রকাশ করেছিল ডিএসইতে। গত বছরের অক্টোবর থেকে কোম্পানির কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ।
জানা গেছে, কোম্পানিটির ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে কারখানা বন্ধ ছিল। কোম্পানিটি জানিয়েছিল ২০২০ সালের জানুয়ারি মাস থেকে আবার কারখানা চালু হবে।