ক্যাটাগরি: আন্তর্জাতিক

অ্যামাজনের ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করলেন জেফ বেজোস

অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস তার হাতে থাকা কোম্পানিটির অনলাইন খুচরা বিক্রয় ও ক্লাউড সেবার ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন। যার আর্থিক মূল্য ২০০ কোটি মার্কিন ডলার। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার কাছে অ্যামাজনের পাঠানো এক চিঠির সূত্রে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চিঠির সূত্রে রয়টার্স আরও জানায়, গত বুধ ও বৃহস্পতিবার এসব শেয়ার কেনাবেচা হয়েছে। যদিও গত সপ্তাহে অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়, জেফ বেজোস অ্যামাজনের ৫০ মিলিয়ন বা ৫ কোটি শেয়ার বিক্রি করে দিতে পারেন।

গত বছরের শেষ দিকে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে এই শেয়ার বিক্রির পরিকল্পনা করেন বেজোস। অ্যামাজনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, এই শেয়ার বিক্রয়ের কাজ ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে শেষ করার কথা।

২০২১ সালে অ্যামাজনের প্রধান নির্বাহীর দায়িত্ব ছেড়ে দিয়ে জেফ বেজোস নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৪ সালে তিনি বই বিক্রির প্ল্যাটফর্ম হিসেবে অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
শেয়ার