ক্যাটাগরি: পুঁজিবাজার

মেঘনা পেট্রোলিয়ামের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ জ্বালানি খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) ৪৫ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৯ম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সভাগুলো যথাক্রমে ১০ টায় ও ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

উক্ত এজিএম ও বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়্যালি অংশগ্রহণ করে তাঁদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। কোম্পানির ২০২২-২০২৩ হিসাব বছরে ৪৪২ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ৪০ টাকা ৮৬ পয়সা হওয়ায় কোম্পানির পরিচালক পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সন্তোষ প্রকাশ করা হয়। এ ছাড়া সভায় ১৬০% নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়।

এজিএমে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নূরুল আলম।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার