একদিনের ব্যবধানে ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম বেড়েছে। দেশটির মুদ্রা ইয়েনের বিনিময় হার কমে যাওয়ার পাশাপাশি শেয়ারবাজারে উত্থান পণ্যটির মূল্যবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। যদিও সাপ্তাহিক দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমতে যাচ্ছে বলে জানিয়েছেন বাজার-সংশ্লিষ্টরা।
ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) গতকাল রাবারের জুলাই সরবরাহ চুক্তির দাম আগের কার্যদিবসের তুলনায় ২ দশমিক ৩ ইয়েন বা দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ২৭৯ দশমিক ৯ ইয়েনে (১ ডলার ৮৭ সেন্ট)। তবে চলতি সপ্তাহে দাম আগের সপ্তাহের তুলনায় ১ শতাংশ কমেছে।
টোকিও স্টক এক্সচেঞ্জের (টিএসই) সার্বিক সূচক নিক্কেই ২২৫-এর গড় পয়েন্ট বেড়ে গতকাল ৩৭ হাজারে পৌঁছে। ১৯৯০ সালের পর প্রথমবারের মতো সূচকটি এই উচ্চতায় পৌঁছে। সূচকটির এমন উত্থান জাপানের সার্বিক অর্থনীতি ও বিনিয়োগে ইতিবাচক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
টয়োটা, হোন্ডা, নিশানসহ জাপানের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা ও শিল্প খাতের অনেক কোম্পানিই নিক্কেই ২২৫ সূচকে তালিকাভুক্ত। এ কোম্পানিগুলোর ভালো পারফম্যান্সের অর্থ হলো দেশের সার্বিক অর্থনীতি জোরালো প্রবৃদ্ধির ধারায় আছে। আর এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বেড়ে যায় রাবারের মতো শিল্পপণ্যের চাহিদা।
কাফি